সিমেক মডেল ফার্মা
সিমেক মডেল ফার্মার মূল লক্ষ্য হলো গুণমান নিশ্চিত করার মাধ্যমে ক্রেতার কাছে সঠিক ঔষধ, সঠিক দামে পৌছে দেয়া। বাংলাদেশে বিক্রয়ের জন্য অনুমোদিত সব ধরনের ঔষধে সজ্জিত ফার্মেসীটি ২৪ ঘন্টা খোলা থাকে। সিমেক এর মূলসুর “ইমপ্রুভ দ্যা পসিবিলিটিস” অর্থাৎ সম্ভাবনাকে জাগিয়ে তোলার প্রত্যয় নিয়ে এই মডেল ফার্মাটি ঔষুধসেবায় বিশ্বস্ততা ও আধুনিকতার ছোঁয়া নিয়ে এসেছে।
সিমেক মডেল ফার্মা মানুষের কাছে সর্বোচ্চমানের ঔষধ বাজারজাত করে। এখানে সকল ঔষধ সরাসরি উৎপাদনকারী সংস্থার মাধ্যমে আনা হয়, এবং যে সকল ঔষধের গুণগত মান ঠিক রেখে ঔষধ উৎপাদন করে আমরা শুধু মাত্র তাদের পণ্যই বিপণণ করি। সাশ্রয়ী মূল্যে ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে সিমেক মডেল ফার্মা বহু বছর ধরে পরিচিত।